হঠাৎ করে চীনে বেড়েছে করোনার সংক্রমণ। এক বছরের বেশি সময় পর করোনায় উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে দুজনের মৃত্যুর তথ্য জানিয়েছে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ওমিক্রন ভ্যারিয়েন্টে ‘বিপর্যস্ত’ দেশটিতে গত কয়েকদিন ধরে কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধির মধ্যেই ভাইরাসটিতে মৃত্যুর এ তথ্য এল। খবর ফ্রান্স২৪ ও ইয়াহু নিউজের।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে দুই রোগীর মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চীনে কোভিড-১৯ রোগে মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৮ জনে।
২০২১ সালের জানুয়ারিতে সর্বশেষ করোনায় কোনো রোগীর মৃত্যু তথ্য জানায় চীন। ২০২০ সালের ১১ জানুয়ারি করোনায় প্রথম মারা যান চীনের উহান শহরের ৬১ বছরের এক বৃদ্ধ।
নতুন করে করোনা বাড়ছে চীন, হংকং, দক্ষিণ কোরিয়ার মতো দেশে। সেখানে করোনার ওমিক্রন স্ট্রেইনের যে শাখা প্রজাতিটি ছড়াচ্ছে, সেটি সংক্রমণের প্রশ্নে ওমিক্রনের চেয়েও শক্তিশালী বলে মত বিশেষজ্ঞদের একাংশের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।