কমিউনিস্টরা কাঁকড়ার মতো। কাউকেই ওপরে উঠতে দেয় না। জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি। বুদ্ধবাবুকে পদ্মশ্রী নিতে দিল না। উনি শুধু রাজনীতিবিদ নন। তিনি সাহিত্যিকও বটে। শুরুতেই দল বলে দিল, নেওয়া যাবে না। তিনি দলীয় অনুশাসন মেনে চলেন। তাই উনি নিতে অস্বীকার করলেন।
বৃহস্পতিবার নিউটাউনে প্রাতঃভ্রমণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি এসব কথা বলেন।
জ্যোতি বসুর প্রধানমন্ত্রিত্বের প্রসঙ্গ টেনে এনে বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ প্রসঙ্গে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে দিলীপ বলেন, ‘সোমনাথবাবুও একই ঘটনার শিকার। তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর মৃত্যুর পর তাঁর মেয়ে বাড়িতে দলের নেতাদের ঢুকতে দেননি।’
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।