চলতি বছরের মাঝামাঝিতেই করোনাভাইরাসের তীব্রতা কমে আসবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল শুক্রবার (১১ শুক্রবার) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, চলতি বছরের জুন-জুলাইয়ে ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন হতে পারে। তিনি আরও বলেন, যদি এই টিকা দেওয়া শেষ হয়, তাহলে করোনার তীব্রতার পর্যায় সত্যিই শেষ হতে পারে।
আমরা এটাই আশা করছি। এটা আমাদের হাতে। এটা সুযোগের বিষয় নয়, পছন্দের ব্যাপার। আফ্রিকায় টিকার সংকট মেটাতে এমআরএনএ প্রযুক্তিতে টিকা তৈরি করছে দক্ষিণ আফ্রিকান কোম্পানি আফ্রিজেন বায়োলজিক্স অ্যান্ড ভ্যাকসিন ও বায়োভ্যাক। এই কোম্পানিগুলো শুক্রবার পরিদর্শনে যান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।