ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমাদের হাতে সর্বাধুনিক নৌপ্রযুক্তি আছে, যা দিয়ে শত্রু যে কোনো আগ্রাসন রুখে দেওয়া সম্ভব।

তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী কাউকে দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর কোনো সুযোগ দেবে না। খবর ইরনার। ইরানের উত্তরে কাস্পিয়ান সাগরে আইআরজিসির মেরিন ইউনিট পরিদর্শনের সময় রোববার এসব কথা বলেছেন জেনারেল হোসেইন সালামি।

এ সময় তার সঙ্গে ছিলেন আইআরজিসির নৌ শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাঙসিরি। জেনারেল সালামি বলেন, ইরানের জনগণ এবং তার সামরিক বাহিনীর শক্ত অবস্থানের কারণে বাইরের শত্রুর সব ধরনের আগ্রাসন ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে।