কাজাখস্তানে গত সপ্তাহে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে। নিহতের মধ্য নিরাপত্তাবাহিনীর ১৯ সদস্যও রয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) দেশটির প্রসিকিউটর জেনারেল এই তথ্য জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটরের কার্যালয় জানায়, এদের মধ্যে রয়েছেন নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত বেসামরিক ও সশস্ত্র ডাকাতরা।

কার্যালয়ের পক্ষ থেকে নিহতদের শ্রেনি বিভাগ করা হয়নি। জানানো হয়েছে এই তালিকা পরে হালনাগাদ করা হতে পারে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিক্ষোভের চূড়ান্ত সময়ে ৫ জানুয়ারি ৫০ হাজার মানুষ দাঙ্গায় অংশগ্রহণ করেন। তারা বেশ কয়েকটি বড় শহরে সরকারি ভবন, গাড়ি, ব্যাংক ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।

রোজ