পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের সঙ্গে সংযোগকারী চামান সীমান্ত ক্রসিংয়ে সংঘর্ষে দুই দেশের সাত নাগরিক নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববারের এ ঘটনায় নিহতদের মধ্যে পাকিস্তানি ছয় বেসামরিক নাগরিক ও আফগানিস্তানের এক সেনা রয়েছেন বলে জানিয়েছেন উভয় দেশের সীমান্তের কর্মকর্তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আফগান সীমান্তরক্ষী বাহিনী বিনা উসকানিতে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে কামানের মতো ভারী অস্ত্রের গোলাবর্ষণ করেছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
বাহিনীটির বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান থেকে ছোড়া গোলায় ছয় বেসামরিক নাগরিক নিহত ও ১৭ জন আহত হওয়ার পর পাকিস্তানি সেনারা পাল্টা আঘাত করেছে।
আফগান নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের বাহিনী সীমান্তের আফগানিস্তান অংশে নতুন চেকপোস্ট নির্মাণ বন্ধের দাবি জানালে সংঘর্ষ শুরু হয়।
কান্দাহার পুলিশের মুখপাত্র হাফিজ সাবের জানান, গুলিতে আফগান এক সেনা নিহত এবং ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিন বেসামরিক নাগরিক রয়েছেন।
নুর আহমেদ নামের এক প্রাদেশিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, দু্ই পক্ষের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।