কেনিয়ার উত্তর-পূর্বে সোমালিয়া সীমান্তের কাছে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে ১৩ বাসযাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
কেনিয়ার উত্তর-পূর্ব মানদেরা কাউন্টির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ১৪ আসন বিশিষ্ট একটি মিনিবাস মানদেরা শহরের দিকে যাওয়ার সময় রাস্তায় পেতে রাখা বোমাটিকে আঘাত করে। এরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং আরোহীরা দগ্ধ হয়ে মারা যান।
ওই অঞ্চলের পুলিশপ্রধান বুনেই রনোর বরাত দিয়ে নেশন মিডিয়া গ্রুপ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি, তবে সন্দেহের তীর জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের দিকে।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।