রাশিয়ার ক্রিমিয়া দখলের সময় পশ্চিমা দেশগুলোর নীরবতার কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, ২০১৪ সালে ক্রিমিয়ায় রাশিয়ার হামলার পর পশ্চিমারা কড়া পদক্ষেপ নিলে এমন দিন দেখতে হতো না। রাশিয়া ইউক্রেনে হামলা করার সাহস পেত না। খবর আনাদোলুর।

তুরস্কের দক্ষিণাঞ্চলে আনাতালিয়া কূটনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার এরদোগান এসব কথা বলেন। তিনি বলেন, ২০১৪ সালে ক্রিমিয়ায় হামলা করে রাশিয়া। পরে তা দখল করে নেয়। সে সময় যদি পশ্চিমা বিশ্ব সরব হতো তবে আমরা কি এমন পরিস্থিতিতে পড়তাম?

ইউক্রেন যুদ্ধে বিষয়ে তিনি বলেন, আমরা মনে করি আত্মসংযম ও স্বাভাবিক চিন্তা গুরুত্ব পাবে এবং অস্ত্রের ঝনঝনানি বন্ধ হবে।
ইউক্রেনের বৈধ সংগ্রামের সমর্থন করে এরদোগান বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যেসব ফ্যাসিবাদী অনুশীলন করছে আমরা তার পক্ষে নই। এটাও মেনে নেওয়া যায় না।

২৪ ফেব্রুয়ারির পর থেকে যুদ্ধে ইউক্রেনে অন্তত ৫৬৪ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৮২ জন। ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে ১২ সহস্রাধিক ইউক্রেনীয় নিহত হয়েছেন।

 

কলমকথা / সাথী