ইউক্রেন সীমান্তে ক্রমাগত সেনা জড়ো করতে থাকা রাশিয়া আর কিছুদিনের মধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইউক্রেনে হামলার অজুহাতের অংশ হিসেবে তারা ভুয়া হামলার ঘটনা ঘটোতে পারে, এটি বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আমাদের কাছে আছে।
প্রতিটি ইঙ্গিতই বলছে, রাশিয়া ইউক্রেনে ঢুকবে এবং হামলা চালাবে। অন্যদিকে, একই দিন নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে ইউক্রেনে রুশ আগ্রাসনের জোরালো আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সপক্ষে যুক্তি তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও বোমা পড়বে।
যোগাযোগ বন্ধ হয়ে যাবে। সাইবার হামলা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেবে। এরপর রাশিয়ান ট্যাংক ও সেনারা মূল লক্ষ্যবস্তুগুলোর দিকে অগ্রসর হবে, যেগুলো ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।