রোহিঙ্গা মুসলিমদের চালানো গণহত্যা মামলায় সামরিক জান্তা শাসিত মিয়ানমারের করা প্রাথমিক আপত্তি আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)।

আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় শুক্রবার (২২ জুলাই) আন্তর্জাতিক আদালতের বিচারকরা এই সিদ্ধান্ত দেন। রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়ে আপত্তি জানিয়েছিল মিয়ানমার। এই রায়ের ফলে রোহিঙ্গা গণহত্যার মূল মামলার শুনানির পথ উন্মোচিত হলো।

মিয়ানমারের বর্তমান সামরিক শাসক দাবি করেছিল, গাম্বিয়ার আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে এই মামলার করার এখতিয়ার নেই। তবে জোয়ান ডনগুইয়ের নেতৃত্বাধীন ১৩ সদস্যের বিচারক প্যানেল জানিয়েছে, ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন অনুযায়ী এটা আদালত করতে পারে এবং গণহত্যা ঠেকানোর এখতিয়ার তাদের আছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে এই প্রক্রিয়ায় কয়েক বছর লেগে যেতে পারে। জাতিসংঘের এক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন সিদ্ধান্ত পৌঁছেছিল যে, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। যেখানে গণহত্যামূলক কার্যক্রমের প্রমাণও মিলেছে।