১০০টি সিঁড়ি ভেঙে গিনেস বুকে রেকর্ড গড়েছেন ভিয়েতনামের দুই ভাই। বৃহস্পতিবার (ডিসেম্বর ২৩) একজনের মাথায় অপরজন ভারসাম্য রেখে এ দুই সহোদর স্পেনের সেইন্ট ম্যারি’স ক্যাথেড্রালের বাইরের সিঁড়িতে তাঁদের নৈপুণ্য দেখান। সার্কাস কর্মী বড় ভাই গিয়াং কুয়োক কো’র বয়স ৩৭ বছর।

আর ছোট ভাই গিয়াং কুয়োক নিয়েপের বয়স ৩২ বছর। এর আগেও ২০১৬ সালের ডিসেম্বরে এই ভেন্যুতে একই নৈপুণ্য দেখিয়ে রেকর্ড করেছিলেন। সেবার তারা ৫২ সেকেন্ডে ৯০টি সিঁড়ি ভেঙে ওপরে উঠেছিলেন।

পরে, ২০১৮ সালে তাঁদের সেই রেকর্ড ৯১টি সিঁড়ি বেয়ে ভেঙে দেন পেরুর অ্যাক্রোব্যাট পাবলো নোনাতো পানদুরো ও জোয়েল ওয়াইকেট সাভেদ্রা। ক্যাথেড্রালের বাইরের ওই সিঁড়িতে মাত্র ৯০টি ধাপ ছিল। পরে আরো ১০টি সিঁড়ি বানানো হয় এই নৈপুণ্যের উদ্দেশ্য।