ইউক্রেনের বুচা শহরে একটি গির্জার নিচে ৪৫ ফুট দীর্ঘ পরিখায় গণকবরের সন্ধান মিলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিসের স্যাটেলাইটে এই চিত্র প্রকাশ পেয়েছে। এই শহর থেকে সম্প্রতি রুশ বাহিনী নিজেদের সেনাদের প্রত্যাহার করেছে। খবর রয়টার্সের

রয়টার্সের সাংবাদিক শনিবার কিয়েভ থেকে ৩৭ মাইল দূরের বুচা শহর ঘুরে দেখেছেন। সেখানে তিনি বুচার সড়কগুলোতে মরদেহ পড়ে থাকতে দেখেন। একটি গির্জায় গণকরব উন্মুক্ত করে রাখা আছে। সেখানে মৃত মানুষগুলোর হাত-পা বেরিয়ে আছে।

রাশিয়া অব শ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এটি ইউক্রেনের এক ধরনের উসকানি বলে দাবি করেছে তারা। বুচার মেয়র আনাতোলি ফেদোরুক জানিয়েছেন, শহরের রাস্তায় রাস্তায় মরদেহ পড়ে আছে। অনেককে গণকবর দেওয়া হচ্ছে।

বুচার মেয়র আরও বলেন, এসব মানুষকে মাথার পেছন দিক থেকে গুলি করে হত্যা করা হয়েছে।’ তবে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ে ঠিক কতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

এরই মধ্যে নতুন স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছেন মাক্সার টেকনোলজিস। তারা বলেছে, সেন্ট অ্যান্ড্রু অ্যান্ড পেয়ারভজভান্নোহো অল সেইন্টস গির্জায় গণকবরের সন্ধান পাওয়া যায় গত ১০ মার্চ। আর গত ৩১ মার্চ দেখা গেছে, গির্জা এলাকার দক্ষিণ–পশ্চিম অংশে প্রায় ৪৫ ফুট দীর্ঘ পরিখাযুক্ত একটি সমাধিস্থল রয়েছে।

রয়টার্স বলছে, মাক্সার প্রকাশিত স্যাটেলাইট চিত্রগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। শনিবার রয়টার্সের সাংবাদিকরা যে গির্জা পরিদর্শন করেছেন, সেটি আর মাক্সার প্রকাশিত স্যাটেলাইট চিত্রের গির্জাটি একই কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি। গতকাল ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, তাদের সাংবাদিকেরাও বুচা শহর পরিদর্শন করেছেন। শুধু বুচা শহরের একটি রাস্তাতেই কমপক্ষে ২০টি মরদেহ পড়ে থাকতে দেখেছেন তারা। মরদেহগুলোর সবার পরনে ছিল বেসামরিক পোশাক।

 

কলমকথা/ বিথী