- বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া।
-
চাইনিজ নিউ ইয়ার মানে লম্বা ছুটি আর বোনাস, ঘুরাঘুরি। মালয়েশিয়া লম্বা ছুটির হয় একমাত্র চাইনিজ নিউ ইয়ারে।
-
চাইনিজ নিয়ার উপলক্ষে মালয়েশিয়া ছোট্ট বড় সব শহর সাজে রঙ্গিন সাজে।
করেনা মহামারীর বিধিনিষেধ গত দুই বছর এই উৎসব কে সাজতে দেয়নি রঙ্গিন সাজে, তবে এবার বিগত দুই বছরে তুলনায় অনেক জাঁকজমক ভাবেই পালিত হবে বলে আশা করেন আয়োজকরা।
চাইনিজ বর্ষের নতুন বছর শুরু হতে যাচ্ছে আগামী ১ ফেব্রুয়ারী এটা চাইনিজদের নিজস্ব বর্ষপঞ্জি।
চাইনিজ দের বর্ষপঞ্জি দিন তারিখ পরিবর্তন হয় নক্ষত্র, তিথির উপর নির্ভর করে।
চাইনিজ নিউ ইয়ার মানে প্রবাসী বাংলাদেশীদের মনে আনন্দে আনন্দে দিন কেটে যায়। অনেক টাকা বোনাস ও লম্বা ছুটি দূরে থাকা বন্ধুদের সাথে দেখা করা ঘুরতে যাওয়া সবাই হয় চাইনিজ নিউ ইয়ার ছুটিতে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।