দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের এক দূতের সঙ্গে মিয়ানমারের সাবেক নেতা অং সান সু চিকে দেখা করতে না দেওয়ার বিষয়ে অটল রয়েছে ক্ষমতাসীন সেনাবাহিনী।
গত এপ্রিলে আসিয়ানের সঙ্গে জান্তা সরকারের সম্মত হওয়া পাঁচ দফা নির্দেশনা বাস্তবায়নে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমে বাড়লেও নিজেদের সিদ্ধান্তে অটল তারা।
বুধবার জান্তা সরকারের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইন বলেন, অপরাধের অভিযোগে আটক কারোর সঙ্গে বিদেশি কাউকে দেখা করতে দেওয়া অভ্যন্তরীণ আইনবিরোধী।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি কোনও দেশই এই রকম আইন অমান্য করে এটা করতে দেবে।’
গত সপ্তাহে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় আসিয়ান দেশগুলোর নেতাদের সম্মেলনে। এতে আমন্ত্রণ পায়নি মিয়ানমার। জান্তা নেতা মিং অং হ্লাইং শান্তি চুক্তি মানছেন না অভিযোগ তুলে তাকে আমন্ত্রণ জানানো হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।