চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ (এমপি)। স্থানীয় সময় সোমবার ভোরে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার। এসময় মিনিস্টার (লেবার) নাজমুস ছাদাত সেলিম ও প্রথম সচিব (শ্রম) জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে প্রবাসী কল্যানমন্ত্রী’কে ফুল দিয়ে স্বাগত জানান, মালয়েশিয়া আওয়ামী লীগে’র নেতৃবৃন্দ। পরে সরকারি প্রটোকলে বিমানবন্দর থেকে হোটেলে যান মন্ত্রী।

মালয়েশিয়া সরকারের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের দেয়া এ আমন্ত্রণে অংশ নিতে কুয়ালালামপুর এসেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এ আমন্ত্রণে অংশ নিতে আজ আশার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালে’র।

এর আগে গেলো ডিসেম্বরে শ্রমবাজার খোলার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে মালয়েশিয়ায় এসেছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।