ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ মঙ্গলবার পরের দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন।
এর মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে চীনের ওপর ইউরোপীয় নেতাদের চাপ তৈরির নমুনা হিসেবে দেখা হচ্ছে।
হামলা শুরু হওয়ার পর সোমবার দ্বিতীয়বারের মতো চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াঙ ইয়ির সঙ্গে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল।
ওই বৈঠকে তিনি চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন আলোচনার মাধ্যমে বৈরিতার অবসান ও বেসামরিক মানুষকে নিরাপদে সরে আসার সুযোগ দিতে চীন সমর্থন করে।
হামলার ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেছে চীন। কিন্তু এই হামলার নিন্দা জানাতে বা মস্কোর বিরোধিতার ক্ষেত্রে খুব কম ভূমিকা রেখেছে চীন।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।