ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে চীনে। শুক্রবার (১১ মার্চ) চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল চ্যাংচুনের ৯০ লাখ বাসিন্দার ওপর লকডাউন দিয়েছে দেশটির প্রশাসন।

সরকারি আদেশ অনুযায়ী, নির্দিষ্ট কোনো কারণ ছাড়া বাসিন্দারা বাড়ি থেকে বের হতে পারবেন না। পরিবারের একজন সদস্যই কেবল বের হতে পারবেন। এতে আরও বলা হয়, সমস্ত শহরবাসীকে তিন পর্যায়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত কিছু বন্ধ রাখতে হবে। চীনা কর্তৃপক্ষ বারবার বলে আসছে, যেকোনো প্রদেশ বা শহরে করোনা ভাইরাসের একাধিক রিপোর্ট পাওয়া গেলে সেখানে লকডাউন জারি করা হবে। করোনা ভাইরাস মহামারি নিয়ে চীনের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এসব পদক্ষেপ নির্দিষ্ট করা হয়েছে। ২০২০ সালে চীনের উহান প্রদেশে প্রথম ভাইরাসটি শনাক্ত হয়। এরপর বিশ্বজুড়ে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। গোটা বিশ্বব্যাপী লকডাউন দেয়া হয় মহামারি এই ভাইরাসটির কারণে। যদিও অধিকাংশ দেশেই এখন লকডাউন শিথিল করা হয়েছে।