ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলো রাশিয়াকে একঘরে করার জন্য এ প্রস্তাব এনেছিল। স্থানীয় সময় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) শুক্রবার নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দফতরে এই প্রস্তাবটি আনা হয়।
এদিকে চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত থাকে। সংবাদমাধ্যম রয়র্টাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের বাকি ১১ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবটি এখন ১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদে যাবে।
রাশিয়ার ভেটোর পর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেন, নিরাপত্তা পরিষদের দায়িত্বহীন এক সদস্যের বেপরোয়া ও দায়িত্বহীন হামলা সত্ত্বেও ইউক্রেনের পাশে আমরা ঐক্যবদ্ধ।
রাশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও ব্রিটেনের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে অবিলম্বে ইউক্রেনে হামলা বন্ধ, দেশটি থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।