ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ২২তম দিন চলছে আজ বৃহস্পতিবার (১৭ মার্চ)। এদিন জার্মানির বার্লিনের সংসদে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বক্তব্যে জার্মান আইনপ্রণেতাদের সমালোচনা করে জেলেনস্কি বলেছেন, যুদ্ধ থামাতে অনেক দেরি হয়ে গেছে। আপনাদের সহযোগিতা এসেছে কিন্তু তা অনেক দেরিতে। রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক স্বার্থ নিয়ে জার্মান নেতাদের সমালোচনা করে জেলেনস্কি প্রশ্ন তুলে বলেন, রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য আপনাদের ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি।
আমরা এখন শীতল যুদ্ধের মাঝখানে। আপনারা একটি শক্তিশালী প্রাচীর দিয়ে নিজেদের রক্ষা করে রেখেছেন। আমাদের সঙ্গে কী হচ্ছে আপনারা তা দেখতে পারছেন না।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।