ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে উত্তেজনা বিশ্বজুড়ে। এর মধ্যে জানা গেল, কয়েকদিনের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, ওই বাহিনীটি ওয়াগনার গ্রুপ নামে পরিচিত। এতে রাশিয়া, ইউক্রেন, বেলারুশ ও সার্বিয়ার প্রাক্তন এবং বর্তমান সেনারা রয়েছেন। তারা কমপক্ষে এক মাস ধরে ইউক্রেনের মাটিতে অবস্থান করছেন।
ধারণা করা হচ্ছে, প্রায় ৪০০ ভাড়াটে সেনা নিয়ে বাহিনীটি গঠিত। তাদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, ধর্ষণ এবং কথিত যুদ্ধাপরাধের সঙ্গে জড়ানোর অভিযোগ রয়েছে। বলা হচ্ছে, তাদের কাছে প্রেসিডেন্ট জেলেনস্কিসহ ২৩ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকা রয়েছে।
দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি ও তার সরকারকে নিশ্চিহ্ন করে দিতে এসব সেনারা মস্কোর কাছ থেকে একটি সংকেতের অপেক্ষায় রয়েছে। হত্যার জন্য তাদের মোটা অংকের বোনাস এবং নিরাপদে ফেরার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে মস্কো বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে রুশ আগ্রাসনের মুখে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি জানান, রাশিয়ার বিশেষ বাহিনীর তালিকায় তিনি এক নম্বরে রয়েছেন। তাকে যেকোনো সময় হত্যা করা হতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।