যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ বাড়ছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার (৩ জানুয়ারি) দেশটিতে নতুন করে রেকর্ড ১০ লাখ ৮৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে জনগণকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে ফেসবুক ও টুইটারে দেওয়া পোস্টে এই আহ্বান জানান তিনি। এদিন টুইটারে দেওয়া পৃথক পোস্টে ফাইজারের অ্যান্টিভাইরাল পিলের অর্ডার দ্বিগুণ করার কথাও জানান তিনি।
এক কোটি থেকে বাড়িয়ে দুই কোটি পিল অর্ডারের কথা জানিয়েছে বাইডেন বলেন, এই পিলগুলো কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং করোনায় মৃত্যু নাটকীয়ভাবে কমিয়েছে। এগুলো গেম-চেঞ্জার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।