আকাশ রহমান, স্টাফ রিপোর্টারঃ আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সচ্ছলতা আনয়নের লক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে ব্লকবাটিকের বিভিন্ন প্রকারের উপকরণ সমাগ্রী প্রদান করেছে আর্ন্তজাতিক সাহায্যকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি কার্যালয় চত্তরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এর এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপত্বিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, সংস্থার প্রোগ্রাম অফিসার সুসময় মানখিন, নেলসন সরেন, পারুল বেগম প্রমুখ।

সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিম বলেন, করোনা পরিস্থিতির কারনে দরিদ্র পরিবারের সমস্যার অন্ত নেই। পরিস্থিতি বিবেচনায় এসব পরিবারের সদস্যদের একমাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে আজ ২০ জন সুবিধাভোগী উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ধরনের উপকরন সামগ্রী প্রদান করা হলো। এতে করে এসকল উপকরণ সামগ্রী ব্যবহার করে ব্লকবাটিকের কাজ শুর করতে পারবে যা তাদের পারিবারিক আয় রোজগার ও আর্থিকভাবে লাভবানে সহায়ক হবে। ভবিষ্যতে এ জাতীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য, বিনামুল্যে বিতরণকৃত ব্লকবাটিক উপকরণের মধ্যে ছিলো জনপ্রতি ২ হাজার ৯ শ টাকা মূল্যের বড়, ছোট, মাঝারী ও পাতলা সাইজের মোট ৪ প্রকারের ১৩ টি ডায়াস, পেস্ট, রং ও কাপড়সহ অন্যান্য উপকরণ।