চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে এসেছিল এক যুবক। কিন্তু ডাক্তারের সিরিয়াল ধরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে সে। তাই ডাক্তারকে অনুরোধ করে বসে সিরিয়াল ছাড়াই চিকিৎসার। আর যুবকের এমন আবদার ডাক্তার না রাখায় ক্ষিপ্ত হয়ে ডাক্তারকে চেয়ার থেকে তুলে মারধরের অভিযোগ উঠেছে সেই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের তারকেশ্বর অঞ্চলের গ্রামীণ হাসপাতালে।

জানা যায়, হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখছিলেন শুভঙ্কর ঘোষ নামে এক চিকিৎসক। রোগী দেখার সময় হঠাৎই এক যুবক ডাক্তারের চেম্বারে ঢুকে পড়ে। হুমকি দিয়ে ওই যুবক জানান, তাকেই আগে দেখে দিতে হবে। কিন্তু চিকিৎসক তাতে রাজি হননি। যুবককে লাইনে দাঁড়াতে বলেন। এতেই শুভঙ্করের ওপর প্রচণ্ড রেগে যান ওই যুবক।

চিকিৎসককে গালিগালাজ করার পাশাপাশি শুরু করেন মারধর। শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক। সেই চিকিৎসক জানান, করোনায় আমারা মানুষকে যেভাবে পরিষেবা দিয়েছি, তারপরে এই ধরনের ঘটনায় সত্যি মন ভেঙে যায়। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে।