ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনাকে কেন্দ্র করে রাশিয়ায় চলচ্চিত্রের মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ডিজনি। মঙ্গলবার (১ মার্চ) মার্কিন এন্টারটেইনমেন্ট জায়েন্ট ডিজনি এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় জানিয়েছে, ইউক্রেনে বিনা উসকানিতে আগ্রাসন চালিয়ে সেখানে চরম মানবিক সংকট সৃষ্টি করা হয়েছে। আমরা রাশিয়ায় সিনেমা মুক্তি বন্ধ রাখছি। এই তালিকায় পিক্সার’র আসন্ন চলচ্চিত্র ‘টার্নিং রেড’ রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।