রাশিয়ার সারাতোভ এলাকার একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে রুশ সশস্ত্র বাহিনীর অন্তত ৩ সদস্য নিহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের বরাতে রুশ গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, সারাতোভ অঞ্চলে ইউক্রেনের একটি মনুষ্যবিহীন যান (আনম্যানড অ্যারিয়াল ভেহিকেল) নিম্ন উচ্চতায় ভূপাতিত করা হয়। এই ড্রোন ‘এঙ্গেলস মিলিটারি বিমানঘাঁটি’র দিকে যাওয়ার চেষ্টা করছিল।
খবরে বলা হয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষ নিচে পড়লে রাশিয়ার তিনজন কারিগরী কর্মকর্তা গুরুতর আহত হন। তবে গার্ডিয়ান স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি, ড্রোনটি সত্যিই ভূপাতিত করা হয়েছে কি না।
এর আগে এক রিপোর্টে বলা হয়, রাশিয়ার এঙ্গেলস বিমানঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের যুদ্ধের ফ্রন্ট থেকে এটা শত শত মাইল দূরে অবস্থিত।
ইউক্রেনের গণমাধ্যম আরবিসি এজেন্সির খবরে বলা হয়েছে, রুশ বিমানঘাঁটিতে দুইটি বিস্ফোরণ ঘটেছে। মস্কো থেকে রাশিয়ার এই অঞ্চলটি ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
খবর আল-জাজিরা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।