নারীশিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। যুক্তরাজ্যের বার্মিংহামের বাড়িতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি। অথচ ক’দিন আগেই একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিয়ের রীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি নিজেই।

এদিকে, মালালার বিয়ে করার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেছেন ভারতের বসবাসকারী বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। আজ বুধবার (১০ ডিসেম্বের) টুইটারে এক পোস্টে এই বিতর্কিত লেখিকা বলেন,

‘মালালা একজন পাকিস্তানীকে বিয়ে করেছে এটা শুনে আমি হতভম্ব হয়ে গেছি। সে মাত্র ২৪ বছরের। আমি ভেবেছিলাম পড়ালেখার জন্য সে অক্সফোর্ডে যাবে আর সেখানেই একজন সুদর্শন ব্রিটিশ পুরুষের প্রেমে পড়বে। আরও ভেবেছিলাম, সে ৩০ বছর পেরুনোর আগে বিয়ের পিঁড়িতে বসবে না।