শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ও নারী শিক্ষার অগ্রদূত মালালা ইউসুফজাইয়ের আশঙ্কা তালেবানরা নারীদেরকে স্কুলের বাইরে রাখবে। আফগানিস্তানে নারীদের শিক্ষায় তালেবানরা যে বিধিনিষেধ দিয়েছে, তিনি মনে করেন তা অস্থায়ী নিষেধাজ্ঞা নয়। বিবিসির ‘অ্যানড্রু মার শো’তে মালালা বলেছেন,
আমি ভীত এই জন্য যে, তারা (তালেবান) নারীদের শিক্ষায় বর্তমানে যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা আদতে অস্থায়ী নয়। তিনি আরো বলেন, একই রকম নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল ১৯৯৬ সালে। কিন্তু সেই নিষেধাজ্ঞা স্থায়ী হয়েছিল ৫ বছর। এ খবর দিয়েছে অনলাইন ডন।
উল্লেখ্য, এ বছর ১৫ই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা কেড়ে নেয় তালেবানরা। তারপর সেপ্টেম্বরে তারা মাধ্যমিক স্কুলগুলোতে মেয়েদের বাদ রেখে শিক্ষা ব্যবস্থা চালু করে। এক্ষেত্রে মাধ্যমিক স্কুলে শুধু ছেলেদের ফিরে যাওয়ার সুযোগ করে দেয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।