১৯৩টি দেশ নিয়ে গঠিত জাতিসংঘের একটি কমিটির বৈঠকে স্থির হয়েছে গতকাল বুধবার। আফগানিস্তানের তালেবান বা মিয়ানমারের জান্তাকে আপাতত তাদের দেশের প্রতিনিধিত্ব করার অনুমতি দেয়ার কোনো সম্ভাবনা নেই।
এমনটাই বলছেন কূটনীতিকরা। তালেবান এবং মিয়ানমারের জান্তা জাতিসংঘে উভয় আসনে নিজেদের প্রতিনিধি নিয়োগ করতে চাইছে। এদিকে তাদের ক্ষমতাচ্যুত সরকার দ্বারা নিযুক্ত রাষ্ট্রদূত এখনো জাতিসংঘেই রয়েছেন।
তালেবান বা মিয়ানমারের জান্তার গ্রহণযোগ্যতা যদি জাতিসংঘে স্বীকৃত হয় তাহলে তা হবে তাদের আন্তর্জাতিক স্বীকৃতির দিকে একটি বড় পদক্ষেপ।
রাশিয়া, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত ৯ সদস্যের জাতিসংঘের শংসাপত্র কমিটি জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান অধিবেশনের মধ্যেই ১৯৩টি দেশের মতামত বিবেচনা করার জন্য বৈঠক করবে। নাম প্রকাশে অনিচ্ছুক চারজন কূটনীতিক রয়টার্সকে বলেছেন, কমিটি সম্ভবত আফগানিস্তান ও মিয়ানমারের প্রতিনিধিত্বের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত করতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।