আফগানিস্তানের মেয়েরা অল্প সময়ের মধ্যে আবারো বিদ্যালয়ে ফিরতে পারবে বলে জানিয়েছে তালেবান। আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই মেয়েদের সেকেন্ডারি স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে ফেরার সময় ঘোষণা করবে বলে জানিয়েছেন তালেবানের একজন নেতা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সায়িদ খোসতির বরাত দিয়ে বলেছে, আমার জানামতে সব বিশ্ববিদ্যালয় ও স্কুল খুব শিগগিরই খুলে দেওয়া হবে।
সব মেয়ে স্কুলে যাবে এবং নারীরা শিক্ষকতার চাকরি ফিরে পাবেন। কাবুল থেকে আল-জাজিরার সংবাদদাতা বলেছেন, সেকেন্ডারি স্কুলের সব মেয়ে ও তাদের নারী শিক্ষকদের খুব শিগগিরই স্কুলে ফেরা নিশ্চিত, এ ইঙ্গিত দিয়েছেন কারি সায়িদ খোসতি।
তিনি আরো বলেছেন, ক্ষমতা গ্রহণের পর থেকেই তালেবানের মুখে আমরা এ ধরনের কথা শুনছি। মেয়েরা স্কুলে ফিরছে। তবে সে ক্ষেত্রে সময় লাগবে। এ দেশের মেয়েরা স্কুলে ফিরতে চায় এবং পড়াশোনা চালিয়ে যেতে চায়।
সূত্র: আল-জাজিরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।