মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর স্বীকৃতি চায় আফগানিস্তানের তালেবান সরকার। তালেবানের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ শুক্রবার জানিয়েছেন, পাকিস্তানে আসন্ন সম্মেলনে তিনি ওআইসির সদস্যদের কাছে এ আহ্বান জানাবেন।

গত ১৪ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে আসলেও আন্তর্জাতিক স্বীকৃতি ও বিদেশি অনুদানের অভাবে দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানকে এখনও স্বীকৃতি না দেওয়ায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ আফগানিস্তানের রিজার্ভের অর্থ আটকে রেখেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক আফগানিস্তানের গচ্ছিত সাড়ে ৯ বিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করেছে।