আদালতে ডেকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ভর্ৎসনা করলেন দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার দুপুরে পাকিস্তানের প্রধান বিচারপতি গুলজার আহমেদের নেতৃত্বে বিচারপতি কাজী মোহাম্মদ আমিন আহমেদ ও বিচারপতি জিয়াউল হাসানের বেঞ্চ এই ভর্ৎসনা করেন বলে সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

২০১৪ সালে দেশটির আর্মি পাবলিক স্কুলে হামলা এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সরকারের চলমান আলোচনা নিয়ে ইমরানকে প্রশ্ন করেন আদালত।

এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর ইমরান আদালতে পৌঁছান। পেশোয়ারের ওই আর্মি স্কুলে ২০১৪ সালে টিটিপির অস্ত্রধারী জঙ্গিরা হামলা চালায়। এতে ১৩২ শিশুসহ মোট ১৪৭ জন নিহত হন।