তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করবেন। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোগান পুতিনের সঙ্গে ইউক্রেন নিয়ে কথা বলবেন।

তুর্কি প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংলাপে মধ্যস্থতা করতে তুরস্ক প্রস্তুত।

ইস্তামবুলে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তুরস্ক একাধিকবার ইউক্রেন-রাশিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছে। উভয় দেশকে অবিলম্বে লড়াই বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। মস্কো এবং কিয়েভ কারও সঙ্গে তুরস্ক সম্পর্ক খারাপ করতে পারবে না।

এর আগে গত সপ্তাহে এক বক্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন, তুরস্ক রাশিয়া বা ইউক্রেন কারো সঙ্গেই সম্পর্ক ছিন্ন করতে পারবে না।

তার আগে গত রোববার তিনি রাশিয়ার আক্রমণকে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন। ১৯৩৬ সালের মন্ট্রিক্স কনভেনশন অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতিতে দার্দেনেলিস ও বসফরাস প্রণালী আটকে দিয়ে ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরের মধ্যে যোগাযোগ বন্ধ করে দিতে পারে তুরস্ক।

এরদোগান ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলোর অবস্থানকে ‘দ্বিধাগ্রস্ত’ হিসেবে উল্লেখ করে সমালোচনা করেন। তিনি বলেন, এটি একটি ব্যর্থ আন্তর্জাতিক ব্যবস্থার লক্ষণ।

এরদোগান আরও বলেন, তুরস্ক ন্যাটোসহ সব জোটকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। তবে এ অঞ্চলের দেশগুলোর ‘জাতীয় স্বার্থ’ এড়িয়ে যাবে না তুরস্ক। তবে তিনি ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।

সূত্র: আল জাজিরা