বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ‘টাইগার থ্রি’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। বর্তমানে তুরস্কে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। শুটিংয়ের ফাঁকে দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রীর সঙ্গে নৈশভোজ সারলেন সালমান-ক্যাটরিনা। গেল আগস্টের শেষ দিকে রাশিয়ার বিভিন্ন লোকেশনে মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং হয়। টাইগার সিরিজের আগের দুই সিনেমার শুটিং হয়েছিল তুরস্কের ইস্তাম্বুলে।
সেই রেশ ধরেই টাইগার সিরিজের তৃতীয় সিনেমার শুটিংও করা হচ্ছে সেখানে। সিনেমাটির শুটিংয়ের জন্য রাশিয়া থেকে সরাসরি তুরস্কে যান সালমান-ক্যাটরিনাসহ সিনেমার টিম। আর সিনেমার শুটিংয়ের ফাঁকে সালমান-ক্যাটরিনাকে নৈশভোজের আমন্ত্রণ জানান দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মেহমেত নূরি এরসো। তার আমন্ত্রণে সারা দেন এ জুটি। একসঙ্গে সেরেছেন নৈশভোজ। সেই ছবি মেহমেত নূরি এরসো নিজের ইনস্টাগ্রামে শেয়ার করছেন।
ছবিতে ক্যাটরিনা এবং সালমানকে মন্ত্রী এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে সালমান খানকে মন্ত্রীর সঙ্গে হাত মেলাতেও দেখা যায়।
ছবির ক্যাপশনে তুরস্কের এ মন্ত্রী লেখেন, ‘তার দেশ আন্তর্জাতিক তারকাদের নিয়ে চলচ্চিত্র প্রকল্পের আয়োজন অব্যাহত রাখবে। ’ কয়েক মাস আগেই ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ে তুরস্কে গিয়েছিলেন বলিউডের আরেক সুপারস্টার আমির খান। শুটিংয়ের ফাঁকে দেশটির প্রেসিডেন্টের স্ত্রী’র সঙ্গে দেখা করেছিলেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।