আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বুধবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ভয়াবহ তুষারপাতে ঠান্ডার কারণে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ২০ জন। খাদ্য সংকটে মানবেতর জীবনযাপনের মধ্যই বৈরী আবহাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তীব্র শীতে স্থানীয় দরিদ্র মানুষ বেশি কষ্ট পাচ্ছে। রান্নার জন্য বা নিজেদের শরীর গরম রাখার জন্য দেশটিতে প্রয়োজনীয় জ্বালানিকাঠের অভাব তীব্র আকার ধারণ করেছে।
আফগানিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, তিক্ত ঠান্ডা আবহাওয়ার দ্বারা প্রভাবিত প্রদেশগুলোর মধ্যে রয়েছে জাবুল, গজনি, হেরাত, পাঞ্জশের, লাঘমান, কুনার, নুরিস্তান, পাকতিয়া, ঘোর, কান্দাহার, বাঘলান, নানগারহার, কাপিসা, পারওয়ান এবং বামিয়ান। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তুষার ও বর্ষণের কারণে ৫৯টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
এছাড়া তীব্র তুষারপাতে আফগানিস্তানের মধ্য ও উত্তর প্রদেশের বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে। বাদঘিসের মতো প্রদেশে প্রচণ্ড তাপমাত্রার কারণে অন্তত চার হাজার গবাদি পশু মারা গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।