ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর হামলায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে।
আল জাজিরা জানায়, হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ। তবে আটকের জন্য শত শত ইসরায়েলি পুলিশ, ক্যানাইন ইউনিট এবং সেনাবাহিনীর বিশেষ বাহিনী তেল আবিবে ব্যাপকভাবে অভিযান চালাচ্ছে।
তেল আবিবের পুলিশ কমান্ডার আমিচাই এশেদ বলেন, বন্দুকধারী রাত ৯টার দিকে একটি জনাকীর্ণ বারে গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমাদের অনুমান, হামলাকারী এখনো আশপাশেই রয়েছে।
ইচিলভ মেডিক্যাল সেন্টারের কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায়, আহতদের মধ্যে দুজন মারা গেছে।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় হামলার ঘটনা পর্যবেক্ষণ করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এর আগেও এ ধরনের হামলার ঘটনাকে জঘন্য সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ হুঁশিয়ারিও দেন তিনি।
সূত্র: আল জাজিরা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।