ইউক্রেনে সামরিক অভিযানকে কেন্দ্র করে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা দেশগুলো। এবার নিষেধাজ্ঞা পাল্টা হুমকি দিয়ে রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, পশ্চিমারা রাশিয়ার তেল নিষেধাজ্ঞা নিয়ে সামনে এগোলে জার্মানিতে নিজেদের মূল গ্যাস পাইপলাইন বন্ধ করে দিবে মস্কো।
সোমবার (৭ মার্চ) এই হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক। তিনি বলেছেন, রাশিয়ার তেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হলে বিশ্ববাজারে বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা করার খবর সামনে আসে। এমনকি বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ৩০০ মার্কিন ডলারেরও দ্বিগুণ হতে পারে।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।