টানাটানির সংসারে এক কোটি টাকার লটারির পুরস্কার জিতে রাতের ঘুম হারাম হয়েছে ভারতের পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির থানা এলাকার বাসিন্দা শিশির নন্দীর। পেশায় তিনি দিনমজুর। শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে লটারির পুরস্কার ঘোষণা হয়েছে। তখন শিশির জানতে পারেন, ভাগ্যের শিকে ছিঁড়েছে তার।
এক কোটির টাকার লটারি জিতেছেন তিনি। কিন্তু পরক্ষণেই দুশ্চিন্তা ভর করে মাথায়। এক কোটি টাকার লটারির খবর জানতে পেরে যদি বাড়িতে চোর-ডাকাত হামলা করে! এই ভয়ে মধ্যরাতেই পুলিশের কাছে ছোটেন শিশির। খবর দেন স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকেও। তারপর পুলিশি নিরাপত্তা পেয়ে শনিবার দুপুর নাগাদ ব্যাংকে গিয়ে লটারির কাগজপত্র জমা দেন। শিশির জানান,
গত ৭ বছর ধরে রাজমিস্ত্রির কাজ করেন তিনি। বাড়িতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কোতোয়ালি থানা এলাকার শিরোমণি অঞ্চলে বাড়ি তার। মাঝে মধ্যেই লটারির টিকিট কেনেন শিশির। বেশ কয়েকবার গ্যারান্টি পুরস্কারও জিতেছেন তিনি। পুলিশ জানিয়েছে, টিকিট জিতে পুরো পরিবারই ভয় পাচ্ছিল। তাই নিরাপত্তা দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।