দখলদার ইসরাইলের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবারের (৩ জানুয়ারি) ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন। দেশটির সেনাবাহিনী জানায়, প্রশিক্ষণ হেলিকপ্টারটিতে দুই পাইলটসহ তিনজন আরোহী ছিলেন।
হঠাৎ ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় উপকূল বিধ্বস্ত হয় সামরিক উড়োযানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পাইলটের। পরে আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে ঠিক কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল হেলিকপ্টারটি তা এখনও জানা যায়নি।
রহস্য উদঘাটনে তদন্ত চলছে। কিছুদিন ধরেই ইরানে হামলার হুমকি দিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। ফিলিস্তিনিদের জায়গা দখল করে সাম্রাজ্যবাদীদের সহায়তায় অবৈধভাবে জন্ম নেয়া এই রাষ্ট্রটি সম্প্রতি বিলিয়ন ডলারের হেলিকপ্টার-বিমান ক্রয়ের চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সাথে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।