উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে। আজ বুধবার (৫ জানুয়ারি) এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। জাপানি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। দৃশ্যত ২০২২ সালে এটিই উত্তর কোরিয়ার প্রথম কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা।
সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবিলায় পিয়ংইয়ং-এর সামরিক বিকাশ অব্যাহত রাখার অঙ্গীকার করেন। এর কয়েক দিনের মাথায় বুধবার জাপানের পক্ষ থেকে এমন বক্তব্য এলো।
জাপানের কোস্ট গার্ড প্রথম এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানায়। তারা বলছে, এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ-ও সাগরে উত্তর কোরিয়ার অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।