ভারতে গর্ভপাত কিংবা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সির আইনানুগ সময়সীমা কুড়ি সপ্তাহ। কিন্তু দিল্লি আদালত ২৮ সপ্তাহের গর্ভবতী এক তরুণীকে গর্ভাপাতের অনুমতি দিল।

প্রচলিত আইনের বিরুদ্ধে গিয়ে এই রায় দিয়েছেন বিচারপতি জ্যোতি। তরুণীর গর্ভে থাকা বাচ্চাটি কনজেনিয়াল হার্ট ডিজিজ নিয়ে জন্মাতো বলে বিচারপতি মানবিক কারণে এই রায় দিয়েছেন।

বত্রিশ বছরের বিবাহিতা তরুণী গর্ভধারণ করার পর নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। তাঁরাই সম্ভাব্য সন্তানের হৃদযন্ত্রের ত্রুটির কথা জানান। এরপর তরুণী আদালতে গর্ভপাতের অনুমতির জন্য আবেদন করেন।