দীর্ঘ সফর শেষে বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্র পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অ্যান্ড্রুজ জয়েন্ট বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান মার্কিন প্রশাসনিক কর্মকর্তা ও ভারতের নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এই নিয়ে সাত বার যুক্তরাষ্ট্র সফর করছেন মোদি।

তবে বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম সফর তার। ওয়াশিংটনে পা রেখেই মোদি টুইট বার্তায় জানান, ‘ওয়াশিংটনের ভারতীয়দের সাদর অভ্যর্থনায় আমি অভিভূত। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’ তিন দিনের এই যুক্তরাষ্ট্র সফরে মোদি কোয়াড শীর্ষ বৈঠকে যোগ দেবেন। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদেও ভাষণ দেবেন মোদি। সেই সাথে বাইডেন ও কমলা হ্যারিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তার।

বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম দুই রাষ্ট্রপ্রধানের মুখোমুখি বৈঠক হতে চালেছে। বাইডেন ছাড়াও কোয়াড শীর্ষ বৈঠকে জাপান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন মোদী। চলতি বছরে মার্চে ‘কোয়াড’ গঠন হওয়ার পর ভার্চুয়ালি বৈঠক হয়েছিল চার দেশের নেতার। এই প্রথম সরাসরি বৈঠকে বসতে চলেছে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া।

এই বৈঠকে আফগানিস্তান, সীমান্ত সন্ত্রাস, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, জলবায়ু এবং নিরাপত্তা-সহ একাধিক বিষয় উঠে আসতে পারে। বিশেষ করে আফগানিস্তান থেকে বাইডেন সেনা সরানোর পরই যেভাবে তালেবান পুরো নিয়ন্ত্রণ নিয়েছে এবং তালেবান সরকারের গতিপ্রকৃতি আলোচনায় উঠে আসতে পারে।