দুবাইয়ে ফুটবল মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আলফি নান নামে এক ব্রিটিশ ফুটবলারের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৯ জানুয়ারি) খেলা চলাকালীন সময়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এক বিবৃতিতে ফিশার এফসি ২০১৫-১৬ মৌসুমে তাদের হয়ে খেলা আলফি নান দুবাইয়ে খেলার সময় মৃত্যুবরণ করেছে বলে তারা নিশ্চিত করে। এই বিয়োগান্তক মুহূর্তে প্র্যাত ফুটবলারের পরিবারের প্রতি সমবেদনা জানায় ক্লাবটি। একটা সময়ে ইংল্যান্ডের অপেশাদার, আধা পেশাদার লিগে খেলতেন ৩৫ বছর বয়সী আলফি।
ক্যান্টারবুরি সিটি, বেকেনহ্যাম টাউনের মতো ক্লাবে খেলতেন তিনি। এজেন্ট হিসেবে কাজের উদ্দেশে দুবাই যান তিনি। সেখানেই ফুটবল খেলতে গিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন আলফি নান।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।