প্রযুক্তিগত ত্রুটির কারণে ভারতের একটি ক্ষেপণাস্ত্র পাকিস্তানের অভ্যন্তরে আছড়ে পড়ায় উপমহাদেশের দুই দেশের মধ্যে ফের যুদ্ধের উত্তেজনা শুরু হওয়ার আশঙ্কা করছিলেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে ভারতের পক্ষ থেকে এরইমধ্যে বিষয়টি স্বীকার ও দুঃখ প্রকাশ করা হয়েছে বিধায় আর কোনো আশঙ্কা নেই।

শুক্রবার (১১ মার্চ) ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে জানায়, বিষয়টি তারা ‘গুরুত্বের সঙ্গে’ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়, গত ৯ মার্চ এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ওই ক্ষেপণাস্ত্রের সঙ্গে কোনো বিস্ফোরক ছিল না। এমন ঘটনা ‘অপ্রীতিকর পরিণতি’ ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে। এরপরই ভারত বিবৃতি দিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করলো। এর আগে পাকিস্তান গণমাধ্যমের কাছে পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআরের মহাপরিচালক বাবর ইফতিখার বলেন, গত ৯ মার্চ একটি দ্রুত গতি সম্পন্ন উড়ন্ত বস্তু ভারত থেকে উড়ে এসে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে এবং মিয়ান চান্নু এলাকায় পতিত হয়। এতে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চায় পাকিস্তান।