নাইজারে প্রতিবেশী নাইজেরিয়ার বিমান হামলার ঘটনায় সাত শিশু মৃত্যু হয়েছে ও আরও পাঁচ জন আহত হয়েছে। একজন গভর্নর ও দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ সংবাদ জানিয়েছে।

‘দস্যুদের’ লক্ষ্য করে হামলা চালায় নাইজেরিয়ার সেনাবাহিনী। পরে এটি ‘দুর্ঘটনা’ বলে বিবেচনা করা হচ্ছে। নাইজারের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, নাচাদে গ্রামে হামলাটি হয়। এ বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে নাইজেরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, নাইজারের মারাদি অঞ্চলের গভর্নর চাইবু আবুবকর জানিয়েছেন, হতাহত শিশুদের বাবা-মায়েরা একটা অনুষ্ঠানে ছিলেন আর তাদের সন্তানেরা ‘সম্ভবত খেলছিল’, তখনই বিমান হামলাটি হয়। এর আগে মারাদি শহরে একটি স্কুলে অগ্নিকাণ্ডে পাঁচ থেকে ছয় বছর বয়সী ২৬ শিশুর মৃত্যু হয়। দেশটিতে ফের অপঘাতে শিশু মৃত্যুর ঘটনা ঘটল।