সেনাবাহিনীতে ‘রেজিমেন্টাল পেট’ বা রেজিমেন্টের প্রাণী নামে একটি বিশেষ পদমর্যাদা আছে। নরওয়ের রাজার দেহরক্ষী বাহিনীরও আছে তেমন একটি বিশেষ পদ। রাজার দেহরক্ষী বাহিনীর সেই পদে আসীন হয়েছে ‘নিলস ওলাভ’ নামের একটি পেঙ্গুইন। এটিকে দেয়া হয়েছে ‘স্যার’ উপাধীও। স্যার নিলস ওলাভ এখন রেজিমেন্টের কর্নেল ইন চিফ পদে রয়েছে। ঘটনার শুরু ১৯১৩ সালে,
যখন স্কটল্যান্ডের রাজধানী এডেনবার্গে একটি চিড়িয়াখানা খোলা হয়। তখন নরওয়ের শিপিং ম্যাগনেট খ্যাত ক্রিস্টিন সেলভ্যাসেন পরিবার সেখানে একটি কিং পেঙ্গুইন উপহার দেয়। ১৯৬১ সালে যখন নরওয়ের রাজার দেহরক্ষী বাহিনী একটি সামরিক মহড়ায় এডেনবার্গ আসে তখন লেফট্যানেন্ট নিলস এগিলিন চিড়িয়াখানার পেঙ্গুইনদের প্রতি আকৃষ্ট হন।
এরপর ১৯৭২ সালে রাজার দেহরক্ষী বাহিনী ফের যখন এডেনবার্গ আসে তখন লেফট্যানেন্ট নিলস এগিলিন রেজিমেন্টের জন্য একটি পেঙ্গুইন পালনের সিদ্ধান্ত নেন। লেফট্যানেন্ট নিলস এগিলিন এবং নরওয়ের রাজা পঞ্চম ওলাভের নামের সাথে মিলিয়ে পেঙ্গুইনটির নাম রাখা হয় ‘নিলস ওলাভ’। প্রথমিকভাবে ‘নিলস ওলাভ’-কে রেজিমেন্টের ল্যান্স কর্পোরালের পদ দেয়া হয়। যতবার রাজার দেহরক্ষী বাহিনী চিড়িয়াখানায় এসেছে ততবারই প্রমোশন হয়েছে পেঙ্গুইনটির।
১৯৮২ সালে এটিকে কর্পোরাল এবং ৮৭ সালে সার্জেন্ট পদে পদোন্নতি দেয়া হয়। তবে এরপর আর বেশীদিন বাঁচেনি বরফ আঞ্চলের এই বিশেষ প্রাণীটি। এরপর ‘নিলস ওলাভ-২’ নামে আরেকটি পেঙ্গুইনকে তার পদে আসীন হয়। ১৯৯৩ সালে এটি রেজিমেন্টাল সার্জেন্ট মেজর এবং ২০০৫ সালে রেজিমেন্টের কর্নেল ইন চিফ পদ পায়। ৪ ফুট উচ্চতার এই প্রাণীটিকে একটি ব্রোঞ্জ মেডেল দেয়া হয় চিড়িয়াখানায়। এই মেডেলে আছে সেনাবাহিনী ও রাজার দেহরক্ষী বাহিনীর লোগো। এরপর এটিকে দেয়া হয় নাইটহুডের মর্যাদাও।
২০০৮ সালের ১৫ আগস্ট নরওয়ের রাজার দেহরক্ষী বাহিনী চিড়িয়াখানা সফরে গেলে এই পদবী দেয়া হয়। নরওয়ের রাজা পঞ্চম হারার্ল্ড পেঙ্গুইনটির নাইটহুড পদবী অনুমোদন করেন। অসংখ্য মানুষের সামনে ১৩০ জন সদস্যের একটি দল পেঙ্গুইনটিকে গার্ড অফ অনার প্রদান করে। লাল কার্পেটের ওপর দিয়ে হেঁটে এসে ঠোঁট দিয়ে নাইটের তলোয়ার গ্রহণ করে ওলাভ। তার সম্মানে পাঠ করা একটি মানপত্র। যেটিতে লেখা ছিলো, নাইটহুডের সম্মান গ্রহণের সকল যোগ্যতার কারণেই এই পদমর্যাদায় ভূষিত করা হল।
এরপর দ্বিতীয় পেঙ্গুইনটিও মারা গেলে এর জায়গা নেয় ‘নিলস ওলাভ-৩’। ২০১৬ সালের ২২ আগস্ট তাকে বিগ্রেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়। রাজার দেহরক্ষী বাহিনীর ৫০ জন সদস্যের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই পদবী দেয়া হয়। সেনাবাহিনীর পদবীতে এখন নিলস এগিলিনকেও ছাড়িয়ে গেছে নিলস ওলাভ নামের পেঙ্গুইন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।