নিজেদের নাগরিকদের ইথিওপিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে ফ্রান্স ও জার্মানি। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ইথিওপিয়ার সরকারি বাহিনীর সঙ্গে উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলের বিদ্রোহীদের বছরব্যাপী সংঘাত যখন নতুন মোড় নিচ্ছে তখন এই নির্দেশ দিয়েছে পশ্চিমা দেশ দুটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও তাদের দেশের নাগরিকদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছিল। মঙ্গলবার (২৩ নভেম্বর) ফ্রান্স তার নাগরিকদের ‘কোনোরকম দেরি’ না করে ইথিওপিয়া ছাড়ার পরামর্শ দেয়।
জার্মানিও তাদের দেশের নাগরিকদের যত সম্ভব দ্রূত ইথিওপিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে। আর জাতিসংঘ বলেছে, তারা ইথিওপিয়ায় সংস্থাটির কর্মীদের ‘অস্থায়ীভাবে’ অন্য জায়গায় সরিয়ে নিয়েছে।
তবে তারা দেশটিতেই থাকবে। মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টেফানি দুজারিক বলেন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি। একইসঙ্গে আমরা আমাদের কর্মীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে যেসব মানুষ আমাদের সহাযোগিতা কামনা করে তাদের তা দিতে কার্যক্রম চলমান রেখেছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।