জর্ডান উপত্যকায় একটি সামরিক ঘাঁটির কাছে নিরাপত্তায় টহলরত অবস্থায় বুধবার দিবাগত রাতে সহকর্মীর দ্বারা দুজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ খবর নিশ্চিত করেছেন ইসরাইলের সামরিক বাহিনী। খবর আরব নিউজ।

এতে বলা হয়েছে, ভুলবশত সহযোদ্ধাদের দ্বারা দুইসেনা নিহত হয়েছে।

ইসরাইলি মিডিয়ার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান টাইমস জানায়, রাতের শেষ ভাগে টহল দেওয়ার সময় দুজন সেনা সতর্কতার জন্য গুলি ছুঁড়ে। অপর পাশে একসেনা ফিলিস্তিনি আক্রমণকারী ভেবে তাদের ওপর গুলি চালায়। এই ঘটনায় দুই ইসরাইলি সেনা নিহত হয়।

সামরিক বাহিনী বলেছে, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। দেশটি সামরিক বাহিনী নিহত দুই সেনার পরিচয় ও অন্য বিষয় কোনো তথ্য দেয়নি।