ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। গতকাল শুক্রবার (৪ মার্চ) ফ্রান্সের এলিসি প্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ফ্রান্স নিরাপত্তা পরিষদের অন্যতম একটি প্রভাবশালী সদস্য। মূলত রুশ সেনারা ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয়ার পরই এ বৈঠকের আহ্বান জানান ম্যাক্রন।
বিবৃতিতে আরও জানানো হয়, এ বিষয়ে ম্যাক্রন ইতোমধ্যেই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) মহাপরিচালকের সঙ্গে ফোনে আলাপ করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৫ মার্চ) অভিযানের দশম দিন চলছে।
বিগত নয় দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে ইউক্রেনে পাল্টা প্রতিরোধের সম্মুখীনও হয়েছে পুতিন বাহিনী। ইউক্রেন সেনাবাহিনীর হাতে আহত-নিহত এবং বন্দীও হয়েছে বেশ কিছু রুশ সেনা। এছাড়া হারিয়েছে বিমান-হেলিকপ্টার, ট্যাংক ও সামরিক যানবাহন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।