রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন খুব আশা করেছিলো যেন ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ন্যাটো। এতে রাশিয়াসহ কোনো দেশের বিমানই আর ইউক্রেনের আকাশে উড়তে পারতো না।

তবে ইউক্রেনে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। ন্যাটোর এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ন্যাটোর সেক্রেটারি জেনারেল ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ সংক্রান্ত বিবৃতি দেয়ার পরপরই জেলেনস্কি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আজ থেকে যেসব মানুষ মারা যাবে তাদের জন্য দায়ী থাকবেন আপনারা। আপনাদের দূর্বলতা, আপনাদের একতার অভাবের কারণেই মানুষগুলো মারা যাবে।

এর আগে ইউক্রেনের ‘নো ফ্লাই জোন’ প্রস্তাব নাকচ করে যুক্তরাষ্ট্র বলেছে এমনটা করা হলে গোটা ইউরোপজুড়ে যুদ্ধ শুরু হয়ে যাবে। তবে ইউক্রেনকে নানা উপায়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে ন্যাটো ও যুক্তরাষ্ট্র। ২০১১ সালে লিবিয়ায় নো ফ্লাই জোন ঘোষণা করে গাদ্দাফির পতন ঘটিয়েছিলো ন্যাটো ও তার মিত্ররা।