ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে ২৮তম দিন আজ। এই যুদ্ধ শুরু থেকেই আশঙ্কা করা হচ্ছে যে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে। এবার এই পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি খোলাসা করলো দেশটি।
গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) এক সাক্ষাৎকারে এ বিষয় কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানান, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের জনগণ নিয়ে স্পষ্ট ধারণা দেওয়া আছে।
পারমাণবিক অস্ত্রের প্রয়োগ নিয়ে সেখানে বিস্তারিত উল্লেখ করা আছে। দিমিত্রি পেসকভ বলেন, ‘আমাদের দেশের অস্তিত্বকে হুমকিতে ফেললে, নিয়ম অনুয়ায়ী পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যেতে পারে’।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।